1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
শনিবার, ১৮ মে ২০২৪, ০১:৪১ পূর্বাহ্ন

বান্দরবানে গ্রেপ্তার হওয়া দুই জঙ্গি সদস্য কারাগারে

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২৪ জানুয়ারী, ২০২৩

বান্দরবান : বান্দরবানে র‍্যাবের হাতে গ্রেপ্তার হওয়া মাসকুর রহমান (৪৪) ও আবুল বসর মৃধা (৪৪) নামে দুই জঙ্গি সদস্যকে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছে আদালত।

মঙ্গলবার (২৪ জানুয়ারি) বান্দরবান জুড়িসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সৈয়দা সুরাইয়া আক্তার এই আদেশ প্রদান করেন। কারাগারে প্রেরিতরা হলেন- সিলেটের শাহপরান এলাকা মৃত আব্দুর সাত্তার এর ছেলে মাসুকুর রহমান ওরফে রনবীর (৪৪) আরেকজন মাদারীপুর জেলার রাজৈর এলাকার মৃত আব্দুর রউপ মৃধার ছেলে মোঃ আবুল বাসার মৃধা (৪৪)। কোর্ট পুলিশ পরিদর্শক মো.আবদুল মজিদ বিষয়টি নিশ্চিত করেন।

আদালত সুত্রে জানা যায়, ২৩ জানুয়ারি গোপন সংবাদের ভিত্তিতে জঙ্গি ও অস্ত্রধারী সন্ত্রাসীদের অবস্থান সম্পর্কে জেনে বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি থানাধীন ঘুমধুম ইউনিয়নস্থ পাহাড় পাড়া সাকিনের ইয়াহিয়া গার্ডেন এলাকার একাশিয়া বাগানে অভিযান পরিচালনা করে র‍্যাব ১৫ সদস্যরা। সন্ত্রাসীরা র‍্যাবের উপস্থিতি টের পেয়ে র‍্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছুড়লে আত্মরক্ষার্থে পালটা গুলিছুড়ে র‍্যাব। অভিযানের একপর্যায়ে ঘটনাস্থল জঙ্গিরা পরাস্থ হলে নাইক্ষ্যংছড়ি থানাধীন ঘুমধুম ইউনিয়নস্থ পাহাড় পাড়া সাকিনের ইয়াহিয়া গার্ডেন এলাকার একাশিয়া বাগান হতে একটি বিদেশী পিস্থল, ২টি শুটাগান, ৩টি ম্যাগাজিন, ১১রাউন্ড তাজা কার্তুজ ও নগদ ৫৭ হাজার ২ শত ৪০ টাকাসহ মাসকুর রহমান (৪৪) ও আবুল বাসার মৃধাকে (৪৪) আটক করা হয়।

জিজ্ঞাসাবাদে আটক জঙ্গি সদস্যদের দেওয়া তথ্য অনুযায়ী মোশারফ হোসেন ওরফে রাকিব (৩২), মাহফু জুর রহমান ওরফে বিজয় (৩০) ছোট রক্সি ওরফে বাটা রক্সি (৩৫), সাকিব (৪০)সহ অজ্ঞাতনামা ৪-৫জনের বিরুদ্ধে র‍্যাব সদস্য ডিএডি গোলাম মেহেদি বাদী হয়ে নাইক্ষ্যংছড়ি থানায় মামলা দায়ের করেন। এরই প্রেক্ষিতে আসামিদের আদালতে উপস্থাপন করলে আদালাত মাসকুর রহমান(৪৪) ও আবুল বসর মৃধাকে (৪৪) কারাগারে প্রেরণের নির্দেশ প্রদানন করেন।

আদালতের পুলিশ পরিদর্শক মোঃ আব্দুল মজিদ জানান, নাইক্ষ্যংছড়ি থানায় মামলার প্রেক্ষিতে দুই জঙ্গিকে বান্দরবান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সৈয়দা সুরাইয়া আক্তার এর আদালতে তোলা হলে পরবর্তী মামলার ধার্য্য তারিখ ১৬ফেব্রুয়ারী নির্ধারণ করে দুই জঙ্গিকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন আদালত।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com
error: Content is protected !!